আন্তর্জাতিক ডেস্ক ॥
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসবিরোধী যুদ্ধ নিয়ে নতুন বছরের শুরুতেই পাকিস্তানের কড়া সমালোচনা করেছেন। ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে মার্কিন সহায়তা বন্ধেরও ঘোষণা দেন।
মঙ্গলবার (২ জানুয়ারি) একই ইস্যুতে আবার পাকিস্তানের প্রশংসা করেছে চীন।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ নিয়ে মঙ্গলবার (২ জানুয়ারি) উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। দেশটির উচ্চ পর্যায়ের ওই বৈঠকে বলা হয়, ট্রাম্পের অভিযোগের সসাথে বাস্তবের কোনো রুপ মিল নেই। খবর ডনের।
এদিকে, বেইজিংয়ে মঙ্গলবার (২ জানুয়ারি) চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং ট্রাম্পের সমালোচনার বিষয়ে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে বলেন, সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে পাকিস্তান যথাসাধ্য চেষ্টা করে চেলেছে।
চীনা মুখপাত্র বলেন, বিশ্বে সন্ত্রাসবাদ কমে আসার ক্ষেত্রেও পাকিস্তানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বিশ্ববাসীকে এটা স্বীকার করে নেওয়া উচিত।
তিনি আরো বলেন, চীন এবং পাকিস্তান পরস্পরের অংশীদার। চীন অতি আনন্দিত এই কারণে যে পাকিস্তান আন্তর্জাতিক সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রমে পারস্পরিক মর্যাদার ভিত্তিতে অবদান রাখছে। এই পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে সহায়তা করছে। আমরা পরস্পরের মর্যাদার ভিত্তিতে আরো সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছি।
প্রসঙ্গত, ইতোমধ্যে চায়না-পাকিস্তান ইকোনোমিক করিডোরে চীন ৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। এতে পার্শ্ববর্তী দেশ ভারত আপত্তি জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (১ জানুয়ারি) বলেন, গত ১৫ বছরে পাকিস্তানকে ৩ হাজার ৩০০ কোটি ডলার সহায়তা দিয়ে মিথ্যা আশ্বাস ছাড়া কিছুই পায়নি মার্কিন যুক্তরাষ্ট্র।