শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ফ্যালকাও ১-১ ইব্রাহিমোভিচ

ফ্যালকাও ১-১ ইব্রাহিমোভিচ

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ এবারের ফরাসি লীগ ওয়ান আসরে ফুটবলপ্রেমীদের নজর নবশক্তিধর দু’দল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও এ এস মনাকোর দিকে। আর এতে আলাদা নজর দু’দলে দু’বিশ্বসেরা ফুটবল তারকায়। সুইডিশ ফরোয়ার্ড জ্লাতান ইব্রাহিমোভিচ পিএসজিতে খেলছেন দ্বিতীয় মওসুম। আর ৫০ মিলিয়ন পাউন্ডের বড় ট্রান্সফারে স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে মোনাকোয় ভিড়েছেন কলম্বিয়ার রাদামেল ফ্যালকাও। আর দর্শক আগ্রহের ম্যাচে রোববার ফরাসি লীগ ওয়ানে পিএসজি মোনাকো ম্যাচটি শেষ হয় ১-১ গোলের সমতায়। দু’দলে গোল দু’টি ইব্রা-ফ্যালকাওয়ের। খেলার পঞ্চম মিনিটে পিএসজিকে ১-০তে এগিয়ে নেন ইব্রা। আর ২১ মিনিটে খেলায় সমতা ফেরান ফ্যালকাও। ফরাসি শীর্ষ ফুটবল লীগে ৬ রাউন্ড শেষে তালিকায় এক নম্বরে নামটি মোনাকোর। দুই পয়েন্ট কম নিয়ে দুইয়ে পিএসজি। এবারের দলবদলেও বাড়তি চমকের দুই দল এ পিএসজি মোনাকো। ইউরোপে ফুটবলার দলবদলে এবার সবচেয়ে বেশি অর্থ ব্যয়ের রেকর্ডটি এএস মোনাকোর। এতে তারা ব্যয় করে ১৪৪ মিলিয়ন পাউন্ড। রুশ অর্থলগ্নিকারী বড় প্রতিষ্ঠানের মালিক দিমিত্রি রাইবলভলেভ এই ক্লাব কিনে নেন দুই মওসুম আগে। আর কাতারি মালিকের ক্লাব পিএসজি দলবদলে এবারও ঢালে শত মিলিয়ন পাউন্ড।