শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > এগিয়ে যাওয়ার লড়াইয়ে দুই ‘প্রাইম’

এগিয়ে যাওয়ার লড়াইয়ে দুই ‘প্রাইম’

শেয়ার করুন

স্পোর্টস রিপোর্টার ॥ প্রাইম দোলেশ্বর খুব বড় মাপের কোন ক্লাব না হলেও এবার ক্রিকেট লীগে শুরুটা করেছে বেশ। প্রথম ম্যাচে তাদের থাবা থেকে অল্পের জন্য বেঁচে যায় মোহামেডান। কিন্তু তাদের দ্বিতীয় থাবায় ৫৮ রানের ব্যাধানে ধরাশায়ী ঢাকা প্রিমিয়ার লীগের সর্বোচ্চ সংখ্যক ১৬ বারের চ্যাম্পিয়ন আবাহনী। আর তাদের সর্বশেষ শিকার লীগের এ আসরে কাগজে- কলমে চ্যাম্পিয়ন দাবিদার শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। রোববার জামালকে ৯৪ রানে বিধ্বস্ত করে ৭ উইকেটের জয় তুলে নেয় এতদিন ছোট দল বলে পরিচিত প্রাইম দোলেশ্বর। আজ তারা মুখোমুখি হবে গত আসরের রার্নাসআপ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের। প্রথম আসরেই চমক দেখানো এ ক্লাবটি এবার প্রথম ম্যাচেই ব্রাদার্সকে হারিয়ে বিশাল জয় দিয়ে শুরু করে। তবে দ্বিতীয় ম্যাচে হোঁচট খায় কলাবাগান ক্রিকেট একাডেমীর সঙ্গে। কিন্তু তৃতীয় ম্যাচে ১৫২ রানের ব্যবধানে সিসিএসকে উড়িয়ে দিয়ে আবারও জয়ে ফিরে তারা। দুই প্রাইম এ পর্যন্ত তিনটি করে ম্যাচ খেলেছে। আর তাদের জয়-পরাজয়ও সমানে সমান। এখন পর্যন্ত ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা মোহামেডানের পরেই আছে ৪ পয়েন্ট নিয়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও প্রাইম দোলেশ্বর। আজ বিকেএসপি-৩ মাঠে তারা মুখোমুখি হবে এগিয়ে যাওয়ার লড়াইয়ে।
ব্রেন্ডন টেইলর, থিরিমান্নে আর জীবন মেন্ডিস এই তিন বিদেশীকে আজ মাঠে নামাবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দোলেশ্বর ভাল খেলছে আর তাদের দেশীয় শক্তি খুব ভাল বলেও স্বীকার করে নেন প্রাইম ব্যাংক দলের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। তবে প্রাইম দোলেশ্বরকে নিয়ে খুব বেশি আলাদা পরিকল্পনা নেই তাদের। সুজন বলেন, ‘আসলে ওরা ভাল করছে। তবে প্রাইম ব্যাংক খারাপ খেলছে না। আজ আমাদের কোন আলাদা পরিকল্পনা নেই তবে সেরা খেলাটা খেলতে মাঠে নামবে ক্রিকেটারা। আমাদের প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান ভানুকা রাজাপাকসে খেলছে না। তার বদলে দলে আসছে থিরিমান্নে। এছাড়াও আরেক শ্রীলঙ্কান ক্রিকেটার জীবন মেন্ডিসের সঙ্গে ব্রেন্ডন টেইলরতো থাকছেই। বলা চলে আমাদের স্বাভাবিক ও সেরা খেলাটি খেলেই আমাদের জিততে হবে।’ বিকেএসপি-৩ মাঠ নিয়ে আভিযোগ সম্পর্কে সুজন বলেন, ‘আমাদের শেষ ম্যাচটাতো আমরা সেখানেই খেলেছি। উইকেটটা একটু স্লো। ব্যাটসম্যানদের কষ্ট করেই ম্যাচে ভাল করতে হবে।’
অন্যদিকে উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামবে প্রাইম দোলেশ্বর। নতুন কোন বিদেশী ক্রিকেটার না আসায় তাদের ভরসা রোশান সিবাঙ্কা, তিলকারতেœ সম্পাথ ও হাসানথা ফার্নান্দো। এরই মধ্যে বাংলাদেশ জাতীয় দলের তরুণ তারকা মমিনুলকে সঙ্গে নিয়ে রোশান সিবাঙ্কা লিস্ট ‘এ’-তে রেকর্ড জুটি গড়েছে, হারিয়েছে আবাহনীকে। আর শেষ ম্যাচে তাইজুলের বলে কুপোকাত মুশফিকুর রহীমের শেখ জামাল। তাই দোলেশ্বর আজ প্রাইম ব্যাংকের সামনে কঠিন চ্যালেঞ্জ হয়েই ধরা দিবে। আজকের ম্যাচ নিয়ে দোলেশ্বরের জেনারেল সেক্রেটারি মোস্তাক হোসেন বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই শুধু জয়ের ধারা অব্যাহত রাখা। আর বিকেএসপি-৩ মাঠে আজ আমাদের প্রথম ম্যাচ, তাই খেলার পরই পিচ নিয়ে বলতে পারবো। শুনেছি উইকেটে একটু সমস্যা আছে। কিন্তু খেলা না হলে তা নিয়ে বলা ঠিক হবে না।’

তৃতীয় রাউন্ড শেষে পয়েন্ট তালিকা
দল ম্যাচ জয় হার পরিত্যক্ত পয়েন্ট
মোহামেডান ৩ ৩ ০ ০ ৬
প্রাইম ব্যাংক ৩ ২ ১ ০ ৪
প্রাইম দোলেশ্বর ৩ ২ ১ ০ ৪
ব্রাদার্স ইউনিয়ন ৩ ২ ১ ০ ৪
গাজী ট্যাংক ৩ ২ ১ ০ ৪
শেখ জামাল ৩ ২ ১ ০ ৪
ভিক্টোরিয়া ৩ ১ ১ ০ ৩
কেকেসিএ ৩ ১ ১ ০ ৩
আবাহনী ৩ ১ ২ ০ ২
কেকেসি ৩ ১ ২ ০ ২
খেলাঘর ৩ ০ ৩ ০ ০
সিসিএস ৩ ০ ৩ ০ ০