শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > উত্তর কোরিয়াকে তেল যোগান বন্ধের আহবান যুক্তরাষ্ট্রের

উত্তর কোরিয়াকে তেল যোগান বন্ধের আহবান যুক্তরাষ্ট্রের

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
উত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্র ছোঁড়া প্রসঙ্গে চীনকে উত্তর কোরিয়ার তেলের যোগান বন্ধ করে দেয়ার আহবান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার জাতিসংঘের মার্কিন দূত নিকি হ্যালি এমন আহ্বান জানান।

এসময় হ্যালি কোরিয়াকে সতর্ক করে দিয়ে বলেন, ‘যদি যুদ্ধই করতে হয় তবে উত্তর কোরিয়াকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়া হবে।’ তিনি আরো বলেন, ‘আমরা কখনোই চাইনি উত্তর কোরিয়ার সাথে যুদ্ধে যেতে। যদি যুদ্ধ অনিবার্যই হয়, তবে তা হবে তাদের (উত্তর কোরিয়া) উস্কানিমূলক কর্মকান্ডের জন্যই।’

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বিষয়ে ইতিমধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা এই পরিস্থিতি মোকাবেলা করব এবং এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’ এ সময়ে হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস। ম্যাটিস বলেন, ‘অন্য যেকোন বারের তুলনায় এবারের ক্ষেপণাস্ত্র অনেক বেশি শক্তিশালী, যা পৃথিবীর যেকোন জায়গায় আঘান হানতে সক্ষম।’ তিনি আরও বলেন, ‘এটি ক্রমাগত হুমকি দেয়ার প্রচেষ্টা; যা বিশ্ব শান্তি, আঞ্চলিক শান্তি এবং অবশ্যই যুক্তরাষ্ট্রকে বিপন্ন করে চলছে।’

জাপানিজ প্রধানমন্ত্রী এক প্রতিক্রিয়ায় জানান, ‘উত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্র পরীক্ষা আন্তর্জাতিক সম্প্রদায়কে অবজ্ঞা করার একটি সুস্পষ্ট উদাহরণ।

উল্লেখ্য, বুধবার মধ্যরাতে পিয়োঙ্গান প্রদেশের পিয়োংসং থেকে হুয়াসং-১৪ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। যা প্রায় ৪ হাজার ৫শ কিলোমিটার উচ্চতায় পৌছে এবং ৫৩ মিনিট আকাশে অবস্থান করে জাপানের পশ্চিমে ২১০ কিলোমিটার দূরে আমোরি জলসীমায় আছড়ে পড়ে। দেশটির প্রেসিডেন্ট কিম জন উনের নির্দেশে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। রয়টার্স