শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > রাজনীতি > বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে : সারাদেশে বাম দলগুলোর অর্ধদিবস হরতাল চলছে

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে : সারাদেশে বাম দলগুলোর অর্ধদিবস হরতাল চলছে

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবিতে আজ বৃহস্পতিবার সারাদেশে আধাবেলা (সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত) হরতাল পালন করছে সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা। এই হরতালে সমর্থন দিয়েছে বিএনপি। সূত্র: ইনডিপেডেন্ট টিভি

গত বুধবার পুরানা পল্টনে সংবাদ সম্মেলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গণশুনানি উপেক্ষা করে বিদ্যুতের দাম বাড়ানো অগণতান্ত্রিক। বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহারে সরকারকে বাধ্য করতে হরতাল সফল করার আহ্বান জানান তিনি।

সম্প্রতি খুচরা পর্যায়ে ইউনিটপ্রতি বিদ্যুতের দাম ৩৫ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত জানায় বিইআরসি। ডিসেম্বরেই কার্যকর হবে বাড়তি দাম।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০১০ সালের ১ মার্চ থেকে এ পর্যন্ত মোট আটবার বিদ্যুতের দাম বাড়ানো হলো। সর্বশেষ ২০১৫ সালের ১ সেপ্টেম্বর বিদ্যুতের দাম গড়ে ২ দশমিক ৯৩ শতাংশ বাড়িয়েছিল সরকার। তাতে মাসে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের খরচ বাড়ে ২০ টাকা; ৬০০ ইউনিটের বেশি ব্যবহারে খরচ বাড়ে কমপক্ষে ৩০ টাকা।