শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > গাজীপুরে ডাস্টবিন থেকে জীবিত নবজাতক উদ্ধার

গাজীপুরে ডাস্টবিন থেকে জীবিত নবজাতক উদ্ধার

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের তিন সড়ক এলাকায় ডাস্টবিন থেকে জীবিত এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে নবজাতকটিকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) প্রণয় ভূষন দাস জানান, পোশাক শ্রমিক দম্পতি রেখা আক্তার ও আব্দুল মতিন ওই নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। নবজাতকের মুখ-মণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশে বিড়ালের দাঁত ও নখের আচর ও ক্ষত চিহ্ন রয়েছে। হাসপাতালের শিশু ওয়ার্ডে নবজাতকটিকে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই নবজাতকটি শঙ্কামুক্ত রয়েছে। তাকে দুধ পান করানো খুব জরুরি।

ওই দম্পতিদের বরাত দিয়ে তিনি আরো জানান, দুপুরে খাবারের জন্য রেখা আক্তার ও আব্দুল মতিন দম্পতি কারখানা থেকে লক্ষ্মীপুরা এলাকায় বাসা বাড়িতে যাচ্ছিলো। এ সময় তিন সড়ক এলাকায় একটি বিড়াল ডাস্টবিনে পলিথিনের ব্যাগ নিয়ে টানাটানি করছিলো এবং শিশুর কান্নার শব্দ পেয়ে তারা এগিয়ে যায়। পরে ব্যাগটি খুলে নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।