শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > উখিয়া সীমান্তে ফের বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশ

উখিয়া সীমান্তে ফের বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশ

শেয়ার করুন

কক্সবাজার প্রতিনিধি ॥

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া সীমান্ত দিয়ে কয়েক ঘণ্টার ব্যবধানে কয়েক হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তাদেরকে নাফ নদীর পাড়ে জড়ো করে রেখেছে বিজিবি।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত এসব রোহিঙ্গা অনুপ্রবেশ করে বলে জানিয়েছেন বিজিবি’র কক্সবাজারস্থ ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুরুল হাসান।

তিনি জানান, অনুপ্রবেশকারী রোহিঙ্গার সংখ্যা অনুমানিক ৬ থেকে ৮’শ হতে পারে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উখিয়া সীমান্তে ফের বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশ

তবে পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান আবদুল গফুর চৌধুরী জানান, ৩ হাজারের বেশি রোহিঙ্গাকে আঞ্জুমান পাড়া সীমান্তে বসিয়ে রেখেছে বিজিবি।

সীমান্তে অপেক্ষারত রোহিঙ্গাদের দাবি, উখিয়ার আঞ্জুমানপাড়া সীমান্তের ওপারে কোয়াংছিবন এলাকায় অনন্ত ৩০ হাজার রোহিঙ্গা প্রবেশের অপেক্ষায় রয়েছেন।

অবশ্য গত দুই দিনে টেকনাফের সীমান্ত দিয়ে কোন রোহিঙ্গা অনুপ্রবেশের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন, টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র আবদুল্লাহ মনির।

তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগর ও নদীতে নৌ যান চলাচল বন্ধ রয়েছে। ফলে রোহিঙ্গারা নতুন করে আসতে পারছেন না।