রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > কালীগঞ্জে সাব-রেজিস্ট্রারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

কালীগঞ্জে সাব-রেজিস্ট্রারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কালীগঞ্জে জালিয়াতির অভিযোগে সাব-রেজিস্ট্রারসহ নয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

অভিযুক্ত সাব-রেজিস্ট্রার ইসহাক আলী মন্ডল বর্তমানে নারায়ণগঞ্জ সদর সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত।

ভুক্তভোগী দেওপাড়া এলাকার মতিউর রহমান শুক্রবার কালীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

এরই মধ্যে আসামি দেলোয়ার হোসেন ও বশির আহম্মেদকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

অপর আসামিরা হলেন কাউছার আহম্মেদ, লিটন মিয়া, তারিকুল ইসলাম সুমন, নাছিমা আক্তার, আবদুর রশিদ ও সাইফুল ইসলাম ওরফে হুমায়ুন।

গাজীপুর ডিবির এসআই গোলাম কিবরিয়া জানান, জাল দলিল তৈরি করে অন্যের জমি আত্মসাতের সত্যতা পাওয়া গেছে।

এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে জাল দলিলের মাধ্যমে বাদী পরিবারের সাড়ে ৬৭ শতাংশ জমি দখলের পাঁয়তারা করছেন। এমনকি তাদের কাছে ১০ লাখ টাকা চাঁদাও দাবি করা হয়েছে।