শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > ২ লাখ ছাড়িয়েছে রোহিঙ্গাদের নিবন্ধন

২ লাখ ছাড়িয়েছে রোহিঙ্গাদের নিবন্ধন

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
মিয়ানমার থেকে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গাদের মধ্যে এ পর্যন্ত ২ লাখ ২৪ হাজার রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন হয়েছে। এ গতিতে নিবন্ধন চলতে থাকলে আগামী এক মাসের মধ্যে সব রোহিঙ্গাদের নিবন্ধন সম্পন্ন হবে বলে জানিয়েছেন পাসপোর্ট অধিদ্প্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাসুদ রেজওয়ান।

সকালে রোহিঙ্গাদের বায়োম্যাট্রিক নিবন্ধন কার্যক্রম তদারকি করতে কক্সবাজারের কুতুপালং ক্যাম্প পরিদর্শনে এসব কথা জানিয়েছেন তিনি। এদিকে বৃহস্পতিবার সাড়ে সাত হাজার জনকে বাংলাদেশে ঢুকতে দিয়েছে বিজিবি।

তাদেরকে বালুখালী ক্যাম্পে নেয়া হয়েছে। সোমবার রাতে আঞ্জুমানপাড়া সীমান্তে হঠাৎ রোহিঙ্গার ঢল নামে। বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবির বাধায় শূন্যরেখায় আটকে যায় এসব রোহিঙ্গা।

২৫ আগস্ট রাখাইন রাজ্যে সেনা অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ছয় লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।

সূত্র : ইনডিপেনডেন্ট টিভি