শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > ৬৬০ কোটি ৮২ লাখ টাকা পাচ্ছে জিসিসি

৬৬০ কোটি ৮২ লাখ টাকা পাচ্ছে জিসিসি

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন উন্নয়ন কাজে বড় প্রকল্প দেওয়া হচ্ছে।

এ জন্য ৬৬০ কোটি ৮২ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

প্রকল্পটি একনেকের আগামী সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে।

প্রকল্প অনুমোদন পেলে জিসিসি ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করবে।

কমিশন সূত্র জানায়, প্রকল্প অনুসারে নতুন পাকা সড়ক নির্মাণ ও বিদ্যমান সড়ক প্রশস্ত করা হবে। এতে যানজট কমে আসবে।

এ ছাড়া জলাবদ্ধতা নিরসনে নতুন ড্রেন নির্মাণ ও বিদ্যমান ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করা হবে। এতে জনদুর্ভোগ কমবে।

জিসিসি আয়তনে সবচেয়ে বড় সিটি করপোরেশন। ভোটার সোয়া ১০ লাখ। তবে উন্নয়নে অনেক পিছিয়ে।

প্রকল্প বাস্তবায়নে সরকারি তহবিল থেকে অনুদান হিসেবে দেওয়া হবে ৫২৮ কোটি ৬৬ লাখ টাকা।

আর বাকি ১৩২ কোটি ১৬ লাখ টাকা সিটি করপোরেশনের তহবিল থেকে খরচ করা হবে।