স্পোর্টস ডেস্ক ॥ এবারের উইম্বলডনে সবার আগে কোয়ার্টার ফাইনালের টিকিট পেলেন পেত্রা কোভিতোভা। সাবেক চ্যাম্পিয়ন হারিয়েছেন স্পেনের কারলা সুয়ারেজ নাভারোকে। পরের ম্যাচে ইতালিয়ান রবার্তো ভিঞ্চিকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছেন চীনা ষষ্ঠ বাছাই লি না।
২০০১ সালের পর মেয়েদের এককে প্রথম স্প্যানিশ হিসেবে অল ইংল্যান্ড ক্লাবের চতুর্থ রাউন্ডে নেমেছিলেন নাভারো। ১৮তম র্যাঙ্কিং এই খেলোয়াড় প্রথম টেস্টে দারুণ প্রতিরোধ গড়ে তুলেছিলেন। টাইব্রেকারে নিষ্পত্তি হয় উদ্বোধনী সেট। ৭-৬ (৭/৫), ৬-৩ গেমে জয় নিশ্চিত করেন চেক বাছাই কেভিতোভা।
এদিন তৃতীয়বারের মতো উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠলেন লি না। এই কোর্টে সর্বশেষ ২০১০ সালে শেষ আটে খেলেছিলেন চীনের একমাত্র গ্র্যান্ড স্ল্যামজয়ী। ২০১১ ফ্রেঞ্চ ওপেনের এই চ্যাম্পিয়ন ৬-২, ৬-০ গেমে উড়িয়ে দেন ভিঞ্চিকে।
সোমবার চতুর্থ রাউন্ডে আরও জিতেছেন কারস্টেন ফ্লিপকেন্স। তিনি ৭-৬ (৭/২), ৬-৩ গেমে হারান ইতালিয়ান ফ্লাভিয়া পানেত্তিকে।