সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > ফের কমলো স্বর্ণের দাম

ফের কমলো স্বর্ণের দাম

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

পাঁচ দিনের ব্যবধানে স্বর্ণের দাম আবার কমলো। ভরিপ্রতি কমেছে ৮৭৫ টাকা থেকে এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত। বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস, জানিয়েছে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) থেকে সারাদেশে নতুন এই দর কার্যকর।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে ৪৭ হাজার ৮২২ টাকা দরে। অর্থাৎ প্রতি ভরিতে এ মানের স্বর্ণের দাম এক হাজার ১৬৬ টাকা কমছে। ২১ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি বিক্রি হবে ৪৫ হাজার ৭২৩ টাকায়, ১৮ ক্যারেটে ৪০ হাজার ২৪১ টাকায়।

আর সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি ২৫ হাজার ৩৬৯ টাকায়। এদিকে স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার বিক্রিমূল্য এক হাজার ৫০ টাকা।