রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > শীর্ষ খবর > শুরু হচ্ছে রোহিঙ্গা নিবন্ধন

শুরু হচ্ছে রোহিঙ্গা নিবন্ধন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

সোমবার (১১ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে রোহিঙ্গা নিবন্ধন। এই কার্যক্রমের মাধ্যমে রোহিঙ্গাদের পরিচয়পত্র দেবে সরকার। রোববার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ছবিসহ তালিকা করা হবে। তালিকায় তাদের নাম, মিয়ানমারের যে এলাকা থেকে এসেছে, সেই স্থানের নাম, ছবি ও সম্ভব হলে তাদের ফিঙ্গারপ্রিন্ট সংযুক্ত করা হবে। সেই তথ্য সংবলিত পরিচয়পত্রও থাকবে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের।

বৈঠকে জানানো হয়, রোহিঙ্গাদের জন্য কক্সবাজারের উখিয়ায় ২ হাজার একর জমির ওপর একটি আশ্রয়কেন্দ্র খোলা হচ্ছে। কুতুপালংয়ে হবে নতুন ৬টি ক্যাম্প। এখানেই থাকবে মিয়ানমার থেকে বাংলাদেশে আসা সব রোহিঙ্গা। সরকারের হিসাবে এ সংখ্যা এখন পর্যন্ত ২ লাখ ৯০ হাজার।

পরিচয়পত্র দেখিয়ে একজন রোহিঙ্গা নাগরিক সব ধরনের আন্তর্জাতিক সুযোগ সুবিধা পাবে। পরিচয়পত্র ছাড়া রোহিঙ্গারা কোনও সহায়তা পাবে না বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়।