শুক্রবার , ১৫ই নভেম্বর, ২০২৪ , ৩০শে কার্তিক, ১৪৩১ , ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > আইএসের শেষ বড় শহর পুনরুদ্ধারে অভিযান শুরু

আইএসের শেষ বড় শহর পুনরুদ্ধারে অভিযান শুরু

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥

ইরাক ও সিরিয়ার আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা শেষ বড় শহর তাল আফার উদ্ধারে স্থল অভিযান শুরু করেছে ইরাকের সরকারি বাহিনী।

রোববার এ স্থল অভিযান শুরু করে ইরাকি সেনাবাহিনী। তবে অভিযান শুরুর আগে গত কয়েকদিন ধরে শহরটিতে আইএসের বিভিন্ন স্থাপনায় যুদ্ধ বিমান দিয়ে বোমা ফেলে আসছিল ইরাকি সেনারা। খবর- বিবিসি ও আল জাজিরার।

এদিকে, টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদী রাতভর অভিযানের কথা উল্লেখ করে বলেন, আইএসের সামনে দু’টি পথ খোলা। হয় তারা আত্মসমর্পণ করবে, নয়তো মরতে হবে।

এ সময় তিনি অভিযানে অংশ নেওয়া ইরাকি সেনাদের উদ্দেশ্যে বলেন, পুরো পৃথিবী তোমাদের সঙ্গে আছে।

মসুলের ৫৫ কিলোমিটার পূর্বদিকের বড় শহর তাল আফারে এখন দৃষ্টি নিবদ্ধ ইরাকি সেনাবাহিনীর। গত মাসে দীর্ঘ লড়াইয়ের পর মসুল পুনরুদ্ধার শেষে তাল আফারের দিকে দৃষ্টি দেয় তারা।

তাল আফার মূলত শিয়া অধ্যুষিত একটি এলাকা, ২০১৪ সালে যার দখল নেয় আইএস। শহরটি মসুল ও সিরিয়া সীমান্তের একটি প্রধান সড়কের পাশে। এ সড়কটি একসময় আইএসের প্রধান সরবরাহ রুট হিসেবে ব্যবহৃত হত।