সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > নিষেধাজ্ঞাকে নির্যাতন মনে করছেন রোনালদো

নিষেধাজ্ঞাকে নির্যাতন মনে করছেন রোনালদো

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥

দ্রুত মাঠে নামতে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছিল রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো। তবে তার করা আপিল খারিজ করে দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। ফলে পাঁচ ম্যাচ মাঠের বাইরে থাকতে হচ্ছে রোনালদোকে। আর এই নিষেধাজ্ঞাকে নির্যাতনের সামিল মনে করছেন বর্তমান সময়ের সেরা এই তারকা।

আপিল খারিজের পর ইন্সটাগ্রামে দেওয়া এক পোস্টে রোনালদো লিখেছেন, ‘এটা আমার কাছে অতিরিক্ত ও হাস্যকর মনে হচ্ছে। এটা নির্যাতন।’

এদিকে রোনালদোর এই শাস্তিতে খেপেছেন কোচ জিনেদিন জিদানও। সংবাদ সম্মেলনেই জানিয়েছেন অসন্তোষ। রোনালদোর সাজা তার প্রাপ্য নয় বলে মনে করেন সার্জিও রামোসও।

উল্লেখ্য, স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে বার্সার বিপক্ষে গোল করার পর জার্সি খুলে উদযাপন এবং ডি-বক্সে ডাইভের অভিযোগে দুই হলুদ কার্ডে বহিষ্কার হয়ে এক ম্যাচের নিষেধাজ্ঞা পান রোনালদো। আর লাল কার্ড দেখে মেজাজ হারিয়ে হাত দিয়ে রেফারির পিঠে ধাক্কা মারার অপরাধে নিষিদ্ধ হন আরও চার ম্যাচ।