বিনোদন ডেস্ক ॥ সাধারণত গ্ল্যামার জগতের রাজরানীদের নিয়ে এমনটা হয়। স্বপ্নকন্যা দর্শন কিংবা ছুঁয়ে দেখার বাসনায় বাদ সাধলে মাথায় রক্ত উঠে যায় পৃথিবীর তাবৎ যুবহৃদয়ে।
কিন্তু সেলিন ডিওন, রূপদর্শন নয়, যার চিত্তাকর্ষী টান কণ্ঠে! তাকে নিয়েও অমন হৈহল্লা সম্ভব বুঝি? সম্ভব তো অবশ্যই, নয় তো সিজার প্যালেসে ডিওনের ১০ বছর পূর্তির কনসার্টটা অমন ভেস্তে যেত কেন?
ঘটনার বিবরণে সংবাদ মাধ্যমগুলোকে সেলিন ডিওন বলেন, ‘গান গাইতে গাইতে হঠাৎ লক্ষ্য করলাম, যে যেদিকে পারে ছুটে পালাচ্ছে। কথা নেই, বার্তা নেই, হঠাৎ মঞ্চের সামনের অনেকটা জায়গাই খালি হয়ে গেল। আর ভিড়টা হালকা হতেই বুঝতে পারলাম, কয়েকজন মানুষের মধ্যে ব্যাপক ধ্বস্তাধ্বস্তিই এ লোক অপসারণের কারণ।’
প্রথমে খানিকটা ভয়ে সিটিয়ে গেলেও পরবর্তী সময়ে সহযোগিতার হাত বরাতে বিষয়টি পরিষ্কার হয় সেলিনের কাছে। ‘একজন ভক্ত খুব মনোযোগ দিয়ে শুনছিল আমার গান, আর তার সামনের জনের বিশালদেহী নড়ন-চড়নে বারবারই তার দৃষ্টি অবরুদ্ধ হচ্ছিল। দু’একবার ভালোভাবেই সে তার অসুবিধার কথা বুঝিয়ে বলে সামনের জনকে। কিন্তু তাতেও কাজ হচ্ছে না দেখে প্রথমে বাদানুবাদ আর পরবর্তী সময়ে এই হাতাহাতি-মারামারির অবতারণা।’
সাময়িকভাবে অনুষ্ঠান পন্ড হলেও ভক্তের হৃদয়ে এমন খুনে উন্মাদনা আর ভালোবাসা সেলিন ডিওনের মনে যে নতুন ফাগুনের হাওয়া বইয়ে দিয়েছে সেটা সম্ভবত বলে দেয়ার অবকাশ রাখে না।