শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > সময় এখন মঈন আলির!

সময় এখন মঈন আলির!

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥

ব্যাট এবং বলে দারুণ সময় পার করছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে দারুণ অলরাউন্ডিং নৈপুণ্য উপহার দিয়ে ইতিহাস গড়েছেন মঈন। প্রথম ক্রিকেটার হিসেবে চার ম্যাচের টেস্ট সিরিজে ২৫০ রান এবং ২৫ উইকেট নেয়ার কীর্তি গড়েন তিনি।

ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে মঈনের দুর্দান্ত নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রায় দুই দশকের আক্ষেপ দূর করে ইংল্যান্ড। ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারানোর স্বাদ পায় ইংলিশরা। চার ম্যাচ টেস্ট সিরিজে মঈনদের জয় ৩-১ ব্যবধানের।

ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের প্রথম ইনিংসে ১৪ রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে ৭৫ রানের হার না মানা ইনিংস খেলেন।

অন্যদিকে প্রথম ইনিংসে ২ উইকেট নেয়া মঈন দ্বিতীয় ইনিংসে নেন ৫ উইকেট। সবমিলিয়ে ৪ ম্যাচ টেস্ট সিরিজে ২৫২ রান করার পাশাপাশি ২৫ উইকেট নিয়ে ইতিহাস গড়েন এই ইংলিশ অলরাউন্ডার।

প্রথম খেলোয়াড় হিসেবে চার ম্যাচ টেস্ট সিরিজে ২৫০ রান এবং ২৫ উইকেটের ডাবলসের ইতিহাস গড়ার পথে দারুণ এক কীর্তিও গড়েন মঈন। ১৯৫৮ সালের পর প্রথম ইংলিশ স্পিনার হিসেবে এক সিরিজে ২৫ উইকেট নেয়ার রেকর্ড গড়েন তিনি। এরমধ্যে সিরিজের তৃতীয় টেস্টে হ্যাটট্রিকও করেন আলি। সবমিলিয়ে ‘মঈনময়’ এক সিরিজই শেষ করল ইংল্যান্ড।