রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > আল-আকসা ইস্যুতে তুরস্কে বিশাল বিক্ষোভ

আল-আকসা ইস্যুতে তুরস্কে বিশাল বিক্ষোভ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
জেরুজালেম এর আল-আকসা মসজিদে সাম্প্রতিক ইসরায়েলি নিষেধাজ্ঞার বিরুদ্ধে ফিলিস্তিনিদের সংহতি প্রকাশের জন্য রোববার হাজার হাজার মানুষ ইস্তাম্বুলের বৃহত্তম চত্বরে একত্রিত হয়।

ফিলিস্তিনিদের সমর্থনে মানুষজন স্লোগান দিয়ে এবং ফিলিস্তিন ও তুরস্কের পতাকা নিয়ে মার্মারা সমুদ্রসৈকতের কাছে অবস্থিত ইয়েনিকাপি চত্বরে এসে পৌঁছায়। ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রিডমস অ্যান্ড হিউম্যানিটেরিয়ান রিলিফ, কনফেডারেশন অফ পাবলিক সার্ভেন্টস ট্রেড ইউনিয়ন এবং সাদেত পার্টিসহ আরো অনেক বেসরকারী সংগঠন যৌথভাবে সংগঠিত করে।

১৪ জুলাই হারাম আল-শরীফের কাছে হামলা হওয়ার পর, ইসরায়েল আল-আকসা মসজিদ কমপ্লেক্সে মেটাল ডিটেক্টর ও সিকিউরিটি ক্যামেরা স্থাপন করে। ইহুদিদের কাছে ‘টেম্পেল মাউন্ট’ নামে পরিচিত হারাম আল-শরীফ এর ওই হামলায় দুই পুলিশ সদস্য নিহত হয়।

এই পদক্ষেপ নেওয়ার পর, ফিলিস্তিনিরা আল-আকসা মসজিদে প্রবেশ না করে মসজিদের বাহিরে রাস্তায় নামাজ পড়লে, পশ্চিম তীর সহ মুসলিম বিশ্ব প্রতিবাদী হয়ে উঠেছে। এরপর জেরুজালেম এর পুরাতন শহরকে কেন্দ্র করে শুরু হয় বিক্ষোভ এবং সংঘর্ষ। সংঘর্ষে সাত ফিলিস্তিনি নিহত হয়।

ইসরায়েলি সরকার গত মঙ্গলবার মেটাল ডিটেক্টর ও সিকিউরিটি ক্যামেরা অপসারন করলেও অবস্থা এখনো অস্থিতিশীল । ভয়েস অব আমেরিকা