শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > বিনোদন > অভিনেতা বিক্রমের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারা

অভিনেতা বিক্রমের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারা

শেয়ার করুন

বিনোদন ডেস্ক ॥
মডেল-অভিনেত্রী সনিকা চৌহানের মৃত্যু মামলায় আরো বিপাকে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। বুধবার বিক্রমের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় টালিগঞ্জ থানা পুলিশ। জানা গেছে, চার্জশিটে অনিচ্ছাকৃত খুনের উল্লেখ রয়েছে। পুলিশ সূত্রের খবর, গাড়ি দুর্ঘটনার সময় সেই জায়গায় উপস্থিত পৌরসভার এক ঝাড়–দার, এক ট্যাক্সিচালকসহ মোট ৮ জনের বয়ান নেয়া হয়েছে। এর ভিত্তিতেই তৈরি করা হয় চার্জশিট। পাশাপাশি গাড়ির গতিবেগের ফরেনসিক রিপোর্ট, রক্তের নমুনা সংক্রান্ত সব তথ্যও উল্লেখ করা হয়েছে। সেখানেই বিক্রমের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের উল্লেখ করা হয়েছে। এদিন আলিপুর আদালতে চার্জশিট দাখিল করে টালিগঞ্জ থানার পুলিশ। এর মাধ্যমে বিক্রমের বিপত্তি আরো খানিক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ইতিমধ্যেই তার জামিনের আবেদনও খারিজ হয়ে গেছে। এখন তিনি জেল হেফাজতেই রয়েছেন। এ অভিনেতার বয়ান বিভ্রান্তি ও ঘটনার পুনর্গঠন সম্পূর্ণ না হওয়ার জন্যই তাকে জামিন দেওয়া হয়নি। এর আগে তিনদিন পুলিশ হেফাজতে ছিলেন বিক্রম। মেডিকেল রিপোর্ট, গাড়ির ফরেনসিক রিপোর্টের সঙ্গে বিক্রমের বয়ানের একাধিক অসংগতি পাওয়া গেছে। এর পাশাপাশি অনেক প্রশ্নের উত্তর না দিয়ে এড়িয়ে গেছেন তিনি। যার জন্য ফলে প্রত্যক্ষদর্শীদের বয়ান ও ফরেনসিক রিপোর্টের উপর ভিত্তি করেই এগোয় তদন্ত।