শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > ভারতের রাজৌরি থেকে ২১৭ শিক্ষার্থী ও ১৫ শিক্ষককে উদ্ধার

ভারতের রাজৌরি থেকে ২১৭ শিক্ষার্থী ও ১৫ শিক্ষককে উদ্ধার

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
ভারতের জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে পাক সেনার লাগাতর গোলাগুলি বর্ষণের মধ্যে রাজৌরি জেলার তিনটি স্কুলে গতকাল আটকে পড়েছিল প্রায় ২১৭ জন শিক্ষার্থী আটকে পড়েছিলেন প্রায় ১৫ জন শিক্ষকও।
পাক বাহিনী নিশানা করে ওই স্কুলগুলোকে। প্রায় ছয়ঘন্টার চেষ্টায় আটক শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপদে উদ্ধার করল জেলা কর্তৃপক্ষ।
পাক সেনার ধারাবাহিক গুলি বর্ষণের কারণে দেশটির নৌসেরা ও মাঞ্জাকোট সেক্টরের সমস্ত স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সরকারি আধিকারিকরা। তাঁরা জানিয়েছেন, নিয়ন্ত্রণ রেখার নিকটবর্তী কালাসিয়ান, সাইর, বাহওয়ানি, নাম্ব ও ঝাঙ্গরের মতো গ্রামগুলিতে পাক সেনার যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে।
রাজৌরির ডেপুটি কমিশনার শাহিদ ইকবাল চৌধুরী জানিয়েছেন, তিনটি স্কুলের সবমিলিয়ে ২১৭ জন শিক্ষার্থী উদ্ধার করা হয়েছে। পুলিশ ও প্রশাসন স্কুলগুলো  থেকে ১৫ জন শিক্ষককেও উদ্ধার করেছে।
আধিকারিকরা জানিয়েছেন, বুলেট প্রুফ গাড়ি ও তিনটি বাস শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্ধারের জন্য ব্যবহার করা হয়।
বাহওয়ানির হাইস্কুল থেকেই ১৫০ জন শিক্ষার্থীকে নিরাপদ জায়গায় সরিয়ে আনা হয়। কালাদির মিডল স্কুল থেকে উদ্ধার করা হয় ১২ জন আটক পড়ুয়াকে।
বাহওয়ানি থেকে পড়ুয়াদের উদ্ধারের সময় অল্পের জন্য রক্ষা পায় উদ্ধারকারী দল। ওই সময় স্কুলের কয়েক মিটার দূরেই এসে পড়ে একটি শেল।
সাইরের স্কুল ভবনটিই পাক হামলার শিকার হয়। সেখানে আছড়ে পড়ে পাক বাহিনীর শেল। স্কুল ভবনের একটা বড় অংশ এতে ক্ষতিগ্রস্ত হয়। সেখানকার ৫৫ জন পড়ুয়া ও শিক্ষকরা অল্পের জন্য রক্ষা পায়। পাক বাহিনীর প্রবল গুলি বর্ষণের মধ্যেই আটক পড়ুয়া ও শিক্ষকদের উদ্ধার করা হয় বলে সরকারি আধিকারিকরা জানিয়েছেন।
দেড়শো-র বেশি পড়ুয়া বিভিন্ন শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। অন্যান্যদের তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়।