বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > শ্রীলঙ্কা সফরে ‘ভিন্ন’ জিম্বাবুয়ে

শ্রীলঙ্কা সফরে ‘ভিন্ন’ জিম্বাবুয়ে

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥

কেউ হয়তো আশাই করেননি যে শ্রীলঙ্কাকে এভাবে নাকানি-চুবানি দিতে পারে জিম্বাবুয়ে। সবার ধারণা ভুল প্রমাণ করেছেন গ্রায়েম ক্রেমার, সিকান্দার রাজা, ম্যালকম ওয়ালার, হ্যামিল্টন মাসাকাদজারা।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে লঙ্কানদের ৩-২ ব্যবধানে পরাজিত করেছে জিম্বাবুয়ে। দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে তাক লাগিয়ে দিয়েছে গোটা ক্রিকেটবিশ্বকে। একমাত্র টেস্টেও ভালো অবস্থানে আছে সফরকারীরা। ইতোমধ্যে তারা পেয়ে গেছে ২৬২ রানের লিড।

তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ২৬২ রান তোলে জিম্বাবুয়ে। সিকান্দার রাজা ৯৭ এবং ম্যালকম ওয়ালার অপরাজিত আছেন ৫৭ রানে। আজ যদি আরও ১০০ রান যোগ করতে পারে, তাহলে জয়ের পাল্লা ভারি হবে জিম্বাবুয়ের। এমনটাই মনে করেন ওয়ালার। জানালেন, ওয়ানডে সিরিজ জয়ের জিম্বাবুয়ে এখন মানসিকভাবে অনেক এগিয়ে।

ওয়ালারের ভাষায়, ‘ওয়ানডে সিরিজ জয়ের পর আমাদের ছেলেরা এখন ইতিবাচক খেলাই খেলছে। সেই জয় আমাদের মানসিকভাবে এগিয়ে থাকতে সাহায্য করছে। আমি মনে করি, এখানে আমাদের সামনে দারুণ একটি সুযোগ রয়েছে (টেস্ট জয়)। আর ১০০ রান দরকার! আপনি জানেন না, শেষ পর্যন্ত কী হবে! তবে সেটা সত্যিই লড়াই করার মতো পুঁজি হবে।’