রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > রাজনীতি > নির্বাচনের সময়েও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা চলবে: খাদ্যমন্ত্রী

নির্বাচনের সময়েও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা চলবে: খাদ্যমন্ত্রী

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে আগামী নির্বাচনের সময়েও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে সব মামলা চলবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

মঙ্গলবার সকালে হাজী আবদুল আওয়াল কলেজে কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সম্পাদক আফজাল হোসেনের স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি আরো বলেন, সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় যেনো কেউ আগুন সন্ত্রাসের মাধ্যমে জ্বালাও পোড়াও করতে না পারে, সেজন্য সন্ত্রাসীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা চলবে।

তিনি বলেন, নির্বাচনকালীন সরকার থাকবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। আমরা বিশ্বাস করি একটি অবাধ নির্বাচন দেশের মাটিতে অনুষ্ঠিত হবে। এবং সেখানে বিএনপি অংশগ্রহণ করবে সেটিও আমরা আশা করি।

তিনি আরো বলেন, ‘যারা আগুন সন্ত্রাস করেছে, মানুষ পুড়িয়ে মেরেছে তাদেরকে ছেড়ে দেয়ার কোন সুযোগ নেই। আমরা সে ধরনের লেভেল প্লেয়িং ফিল্ড চাই না। আমরা সন্ত্রাসমুক্ত একটি পরিবেশে নির্বাচন করতে চাই।’

সূত্র : সময় টিভি