শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > বয়লার বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপুরণ দাবিতে মানববন্ধন

বয়লার বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপুরণ দাবিতে মানববন্ধন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুরে মাল্টি ফ্যাবস লিঃ বয়লার বিস্ফোরণে নিহত-আহত শ্রমিকদের আন্তর্জাতিক শ্রম আইন অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান, আহতদের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করা এবং মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক-শিল্প ঐক্য।
রোববার (৯ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি করে সংগঠনের নেতাকর্মীরা।

শ্রমিক নেতারা বলেন, গাজীপুরের কাশিমপুর, নয়াপাড়ায় অবস্থিত মাল্টি ফ্যাবস লিঃ এ ভয়াবহ বয়লার বিস্ফোরণে ১৩ জনের অধিক শ্রমিক নিহত এবং অর্ধ শতাধিক আহত হয়েছেন। এ জন্য মালিকদের অবহেলা দায়ী। এ ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি দেশের সকল বয়লার পরিদর্শন করে হালনাগাতের ব্যবস্থা করতে হবে।

সংগঠনের সদস্য সচিব লীমা ফেরদৌসের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন এর সভাপতি নাজিম উদ্দিন, গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সুলতানা বেগম, রোকসানা আক্তার, আব্দুল জলিল প্রমুখ।
মানববন্ধন শেষে শ্রমিকদের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় একই দাবিতে স্মারক লিপি প্রদানের উদ্দেশ্যে রওয়ানা দেয়।