স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় মাল্টি ফ্যাবস লিমিটেড কারখানার বয়লার বিস্ফোরণে ১৩ শ্রমিক নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার রাতে জয়দেবপুর থানায় চক্রবর্তি পুলিশ কেম্পের এএসআই আবদুল রশিদ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
এ বিষয়ে জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, মাল্টি ফ্যাবস লিমিটেড কারখানার বয়লার বিস্ফোরণে নিহতের ঘটনায় আবদুল সালাম, তিন অপারেটর এরশাদ হোসেন, মনসুরুল হকের নামে এবং আরও ১০ জনকে আজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে।
রাতে চক্রবর্তি পুলিশ ক্যাম্পের এএসআই আবদুল রশিদ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন বলে জানান ওসি।
উল্লেখ্য, সোমবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর নয়াপাড়া এলাকায় মাল্টি ফ্যাবস লিমিটেড নামের ওই পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ১৩ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন দুইজন।