মুন্সিগঞ্জ প্রতিনিধি ॥
নিধারিত সময়ের মধ্যেই দ্বিতীয় কাঁচপুর, মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর নির্মাণ কাজ শেষ হবে। এ পর্যন্ত সেতু তিনটির নির্মাণ কাজের অগ্রগতি ৩০ শতাংশ। যা আগামী অক্টোবর মাসে ৫০ শতাংশে উন্নীত হবে।
মঙ্গলবার দুপুরে সেতু তিনটির নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে এসে মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা জানান।
এ সময় কলামিস্ট ফরহার মজহারকে অপহরণের পেছনে আওয়ামী লীগের হাত আছে- বিএনপির এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি একেক সময়ে একেক কথা বলছে। তাদের নেতাদের কথাবার্তায়ও সমন্বয়হীনতা রয়েছে। বিষয়টি নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী তদন্ত করছে।
মন্ত্রী বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলে আপিল বিভাগের দেয়া রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর আওয়ামী লীগ এ বিষয়ে প্রতিক্রিয়া জানাবে।
এ সময় সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।