শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > ট্রাম্পকে ম্যারাডোনা যা ভাবেন

ট্রাম্পকে ম্যারাডোনা যা ভাবেন

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দেশটিকে যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন। আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মনে করেন অসাধারণ এক ব্যক্তিত্ব হিসেবে। ম্যারাডোনা ট্রাম্পকে কার্টুনের চরিত্রের মতো মনে করেন যাকে গুরুত্বের সঙ্গে নেয়ার কিছু নেই। তবে পুতিন বিশ্বকে আরো  শান্তিপূর্ণ জায়গা হিসেবে পরিণত করতে পারেন বলে মনে করেন তিনি। রাশিয়ান টেলিভিশন আরটিকে দেয়া সাক্ষাৎকারে ম্যারাডোনা বলেন, আমার কাছে ট্রাম্প হলো কৌতুকের মতো। তিনি আমার কাছে অনেকটা কার্টুনের মতো। যদি আমরা রাজনীতি নিয়ে কথা বলি…. আমি যখনই তাকে টেলিভিশনের পর্দায় দেখি আমি সঙ্গে সঙ্গে চ্যানেল বদলে ফেলি অথবা টেলিভিশন বন্ধ করে দেই।’ বিশ্বকাপজয়ী এ ফুটবলার আরো বলেন, রাশিয়া, চীন অথবা উত্তর কোরিয়ার কথা কারো ভুলে যাওয়া উচিত নয়। যুক্তরাষ্ট্র কোনো মোড়ল দেশ নয়। তাদের কাছে যে অস্ত্র আছে তা আমরাও দেখাতে পারবো।’ ম্যারাডোনা বলেন, যুদ্ধ কোনো ভালো জিনিস নয়। আপনি যখন ট্রাম্পের মতো কোনো কার্টুন চরিত্র দেখবেন তখন আপনি বুঝবেন যেন সবাই তার শত্রু।’
পুতিন সম্পর্কে ম্যারাডোনা বলেন, আমি মনে করি হুগো শাভেজ ও ফিদেল ক্যাস্ট্রোর পর পুতিন, ড্যানিয়েল ওরতেগা ও মোরালেস ইভো শীর্ষ রাজনৈতিক নেতাদের মধ্যে পড়েন। পুতিন হলেন এমন এক ব্যক্তি যিনি বিশ্বের অনেকের মধ্যে তিনি। এই পৃথিবীর অনেকের মধ্যেই  শান্তি নিয়ে আসতে পারেন। এক কথায় তিনি অসাধারণ একজন মানুষ।