শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > নারী বিশ্বকাপে থাকছে বাংলাদেশের আম্পায়ার

নারী বিশ্বকাপে থাকছে বাংলাদেশের আম্পায়ার

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
নারী বিশ্বকাপের মূল পর্বে নেই রুমানা আকতার-সালমা খাতুনরা। বাছাইপর্ব পার করতে না পারায় এই টুর্নামেন্টে তারা কেবল দর্শক। তবে বিশ্বকাপে বাংলাদেশের উপস্থিতিই যে নেই এমনটা কিন্তু নয়। মাঠে থাকবেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত। নারী বিশ্বকাপের এবারের আসরে ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছেন তিনি।

২৪ জুন ইংল্যান্ডে শুরু হতে যাচ্ছে নারীদের বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে সুযোগ হয়েছে সৈকতের।

জানানো হয়েছে, এবারের আসরে নারী আম্পায়ার থাকবে মোট চারজন। এই চারজন হলেন অস্ট্রেলিয়ার ক্লারি পলোসাক, নিউজিল্যান্ডের ক্যাথি ক্রস, ওয়েস্ট ইন্ডিজের জ্যাকুলিন উইলিয়ামস ও ইংল্যান্ডের সু রেডফার্ন। আইসিসির কোনো আসরে এটাই সর্বোচ্চ সংখ্যক নারী আম্পায়ার থাকার রেকর্ড হতে যাচ্ছে।

আর পুরুষ আম্পায়ার নেওয়া হয়েছে মোট নয়জন। সৈকত ছাড়াও দায়িত্বে থাকবেন অনিল চৌধুরী, গ্রেগরি ব্রাফেট, ল্যাংটন রুসারি, শন জর্জ, পল উইলসন, আদ্রিয়ান হোল্ডস্টোক, ক্রিস ব্রন ও এহসান রাজা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন