বিনোদন ডেস্ক ॥
‘আমরা শিল্পীরা রাস্তায় নেমেছি। মাননীয় তথ্যমন্ত্রী (হাসানুল হক ইনু) একবার আমাদের দিকে সুদৃষ্টি দিন। আমাদের যৌক্তিক দাবি মেনে নিন। যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণা বন্ধে কঠোর হোন।’
এভাবেই কথাগুলো বলছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য এবং চিত্রনায়ক সাইমন সাদিক। তিনি বলেন, ‘অনিয়মের যৌথ প্রযোজনা বন্ধ করতে একমাত্র তথ্য মন্ত্রণালয় কঠোর হলেই হবে। তারাই সব কলকাঠি নাড়তে পারে।’
সাইমন বলেন, ‘এদেশে ভিনদেশি ছবি মুক্তির বিপক্ষে আমরা শিল্পী-কলাকুশলীরা। এদেশের চলচ্চিত্র দিয়ে যারা স্টার হয়েছেন তারা দেশের ছবিতে অভিনয় করুন। ভিনদেশি ছবি বর্জন করুন। ভিনদেশিদের সঙ্গে মিলেমিশে কাজ করুন, কিন্তু নিজের পরিচয় ভুলে নয়।’
এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এফডিসিতে কোনো অনিয়ম চলবে না বলেও হুশিয়ারি দিয়েছেন ‘পোড়মন’ ছবির এই নায়ক।
চলচ্চিত্রের ১৪টি জোটের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র পরিবারের সদস্যরা রোববার দুপুর ১২টার দিকে যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণার ছবি বন্ধে আয়োজিত সমাবেশ করে। সমাবেশে চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে মুশফিকুর রহমান গুলজার, মিশা সওদাগর, জায়েদ খান, সাইমন, ইমন, ফারুক, পরীমনি, বাপ্পী, সান, শিমুল খান, আরজু কায়েস, মৌমিতা, জেসমিন, রুবেল, চিত্রপরিচালক মোহাম্মদ হোসেন জেমি, শাহীন সুমন, বজলুর রশিদ, খোরশেদ আলম খসরু, ডিপজলসহ শতাধিক শিল্পী-নির্মাতা ও প্রযোজক উপস্থিত ছিলেন।