বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > বগুড়ায় মুশফিকের ভাই কারাগারে

বগুড়ায় মুশফিকের ভাই কারাগারে

শেয়ার করুন

বগুড়া প্রতিনিধি ॥
বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের ভাই মুজাহিদুর রহিম মিজুকে (৩৯) ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শনিবার দুপুরে তাকে শহরের বৃন্দাবনপাড়া এলাকা থেকে দুই বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হলেও রোববার বিষয়টি প্রকাশ করা হয়।

সদর থানার এএসআই শামসুল আলম তার বিরুদ্ধে মামলা করেন। মিজু শহরের মাটিডালি এলাকার মাহবুব হামিদ তারা মিয়ার বড় ছেলে।

তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই মহসিন জানান, এএসআই শামসুল আলম শনিবার দুপুরে বিক্রির সময় দুই বোতল ফেনসিডিলসহ মোজাহিদুর রহিম মিজুকে গ্রেফতার করা হয়। তিনি শুধু মাদক সেবন নয়, বিক্রির সঙ্গেও জড়িত।

তিনি জানান, মামলা দায়েরের পর রোববার দুপুরে আদালতে হাজির করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম তাকে জেলহাজতে পাঠিয়েছেন।

সদর থানার ওসি এমদাদ হোসেন জানান, ফেনসিডিলসহ মিজুকে গ্রেফতারের পর জেলহাজতে পাঠানো হয়েছে।

মিজুর চাচা বগুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মেজবাউল হামিদ মেজবাহ জানান, তাদের পরিবারে কারো মাদক সেবনের রেকর্ড নেই। শত্রুতা করে কেউ তার ভাতিজাকে ফাঁসিয়েছে।