বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > ম্যানচেস্টারে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

ম্যানচেস্টারে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
যুক্তরাজ্যের ম্যানচেস্টারে আত্মঘাতী বোমা হামলার পর আরও সস্ত্রাসী হামলার আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী তেরেসা মে। দেশটিতে সন্ত্রাসী হুমকির আশঙ্কা সর্বোচ্চ সঙ্কটপূর্ণ বলে ঘোষণা করা  হয়েছে। এছাড়া নিরাপত্তার স্বার্থে দেশটির সরকার গুরুত্বপূর্ণ স্থাপনায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (২২ মে) ম্যানচেস্টার শহরের একটি কনসার্টে আত্মঘাতী বোমা হামলায় ২২ জন নিহত হয়। এছাড়া আহত হয় ৬৯ জন।

সন্দেহভাজন হামলাকারীকে চিহ্নিত করার পর তেরসা মে বলছেন, ম্যানচেস্টারে সন্দেহভাজন হামলাকারী সালমান আবেদী একাই হামলা চালিয়েছে নাকি তার পেছনে আরও মানুষ স্বক্রিয়া রয়েছে তা এখনো বলা যাচ্ছে না। তাই সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

এ অবস্থায় নিরাপত্তার ক্ষেত্রে সশস্ত্র পুলিশকে সহযোগিতা করতে ‘অপারেশন টেম্পরার’ নামের সেনা বাহিনীর ওই ইউনিট নামানো হচ্ছে।

হামলার পর ওই আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে তথা কথিত জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। বিবিসি বাংলা।