শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > প্রবাস > সৌদিতে ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

সৌদিতে ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
সৌদি আরবের হাফার আল বাতেন প্রদেশে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন জনসহ চার বাংলাদেশি নিহত হয়েছেন। এক পরিবারের ওই তিনজন ওমরাহ পালনে গিয়েছিলেন।
শনিবার (১৩ মে) ভোরে প্রদেশের উম্মে জমজম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যায় এ খবর জানা গেছে।
নিহত চারজন হলেন ফেনীর ব্যবসায়ী আবদুল আজিজ, তার ছেলে আরাফাত, মেয়ে এবং তাদের গাড়ি চালক মাসুদ। মাসুদের বাড়ি দিনাজপুরে।
আবদুল আজিজের প্রতিবেশি ইসরাফিল চৌধুরী কিরণ জানান, আজিজ এক সপ্তাহ আগে তার স্ত্রী, ছেলে, মেয়ে ও শাশুড়ীকে নিয়ে সৌদিতে ওমরাহ করতে যান। নিহত তিন জনের বাড়ি ফেনী পৌর এলাকার বারাহীপুরে।
পবিত্র মক্কা-মদিনায় ওমরাহ পালন শেষে শনিবার ভোরে হাফার আল বাতেন যাওয়ার পথে উম্মে জমজম এলাকায় তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান আবদুল আজিজসহ ওই চার জন।
গুরুতর আহত জনকে এখন নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে বলেও জানান ইসরাফিল চৌধুরী কিরণ।