শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > বিনোদন > আবারো নতুন সঙ্কটে চলচ্চিত্র শিল্পী সমাজ

আবারো নতুন সঙ্কটে চলচ্চিত্র শিল্পী সমাজ

শেয়ার করুন

বিােনদন ডেস্ক ॥
‘বিষয়টি খুবই দুঃখজনক। কারণ তিনি বারবার কেন এভাবে নিজেকে ছোট করছেন বুঝতে পারছি না। কারণ বিভিন্ন অনলাইন মিডিয়ার মাধ্যমেই জানলাম যে, আমার আর সায়মনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন শাকিব খান। অথচ ঘটনার রাতে আমি, মিশা ভাই, সাইমন আমরা সকলে মিলে শাকিব ভাইকে প্রটেকশন দিয়ে গাড়িতে তুলে দিই। তিনি কেন বারবার এসব বিতর্কে জড়াচ্ছেন এটাই বোধগম্য নয়।’Ñবিনোদন প্রতিদিনের কাছে বললেন চলচ্চিত্র শিল্পী সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খান।

উল্লেখ্য, গতকাল শাকিব খান থানায় জিডি করার পর থেকেই বিষয়টি নিয়ে আবারো নতুন করে জল ঘোলা হয়। পারস্পরিক সম্পর্কের দূরত্বের নতুন অঙ্ক তৈরি হয়। স্বাভাবিকভাবেই আবারো গত ৫ মে শিল্পী সমিতির নির্বাচনের দিনগত রাতে শাকিব খানকে কেন্দ্র করে যে ঘটনার জন্ম হয়, সেটার নানাদিক থেকে বিভিন্নরকম ব্যাখ্যা শোনা যায়। সেই প্রেক্ষিতে শাকিব

খানের নির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যাচ্ছিল না। তবে তিনি ইত্তেফাককে জানিয়েছিলেন, বিষয়টির তদন্ত ও সমাধানের দায়িত্ব নতুন কমিটিকেই দিতে চাই। ঠিক তার ক’দিন বাদেই নতুন কমিটি নয়, বিষয়টির আইনি সমাধান চাইলেন শাকিব খান। চলচ্চিত্র শিল্পী সমিতির ইতিহাসে এত চাঞ্চল্যকর ও ঘটনাবহুল নির্বাচন এর আগে কখনো হয়নি। সেদিক দিয়ে এই আলোচনার কেন্দ্রবিন্দুতে এখনো দেশের চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানই রয়েছেন। গতকাল নিজের নিয়মিত রুটিন চেকআপের জন্য ল্যাবএইডে ভর্তি হলে আবারো উৎকণ্ঠা তৈরি হয়। তবে এবারের নির্বাচন নিয়ে নতুন দ্বিধা বিভক্তি তৈরি হচ্ছে এটা বলাই বাহুল্য। কারণ চিত্রনায়ক ওমর সানী শিল্পী সমিতির নির্বাচনে আপিল করে নতুন করে গণনা করেন। সেখানে পূর্বের ভোটের চেয়ে ৯ ভোট বেশি পেয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে যখন এত ঘটনা ঠিক তখন পরিচালক সমিতির শাকিব খানের প্রতি অনাস্থার ঘটনা ও নির্মাতা রনিকে বহিষ্কারাদেশ নিয়েও কোনো সুরাহা এখনো হয়নি।

যদিও সেই ঘটনার মধ্যস্থতাকারী চিত্রনায়ক আলমগীর বলেন, ‘এ বিষয়টি সমাধানের জন্য ১ মাসের বেশি সময় নিলে ব্যক্তিগতভাবে আমি নিজেও খুব কষ্ট পাবো। এ অবস্থায় আরো একটি নতুন জটিলতা তৈরি হলো শাকিব খানকে নিয়ে। অর্থাৎ চলচ্চিত্র শিল্পী সমাজে এখন দুটি বড় ইস্যুই সমাধানের অপেক্ষায় সঙ্কটমান।’ এদিকে চিত্রনায়ক সাইমন সাম্প্রতিক ইস্যু নিয়ে বিনোদন প্রতিদিনকে বলেন, ‘আমি ও মিশা ভাই দু’জন শাকিব ভাইকে গাড়িতে তুলে দিই। বেসামাল পরিস্থিতি থেকে তাকে উদ্ধার করতে আমরা চেষ্টা করেছি। সেটি শাকিব ভাই নিজেই দেখেছেন। বিষয়টি ভুল বোঝাবুঝি হয়েছে। আশা করি কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে।’ এখন দেখা যাক, আগামী দিনগুলোতে চলচ্চিত্রের শিল্পী সমাজে সঙ্কট আরো ঘনীভূত হয়, নাকি সুষ্ঠু সমাধানের পথ খুঁজবে। ইত্তেফাক