শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > প্রেসিডেন্ট হয়ে আক্ষেপ ট্রাম্পের?

প্রেসিডেন্ট হয়ে আক্ষেপ ট্রাম্পের?

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
অনেকটা যেন আক্ষেপ ঝরে পড়ছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মুখে। বার্তাসংস্থা রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বৃহস্পতিবার বলেন, আমি ভেবেছিলাম আগের জীবনের চেয়ে প্রেসিডেন্সি আরও সহজ হবে। তিনি বলেন, ‘আমার ওই জীবনটাকে আমি ভালোবাসতাম। একসঙ্গে অনেক কিছুই তখন হতো। আর এখন আগের চেয়ে অনেক বেশি কাজ। আমি ভেবেছিলাম এটা (প্রেসিডেন্টের দায়িত্বভার) সহজ হবে।’
দীর্ঘদিনের রীতি ভেঙ্গে এ বছরের হোয়াইট হাউজ করেসপন্ডেন্ট ডিনারে অংশ নেবেন না তিনি। শুধু তা-ই নয়, প্রকাশে সাংবাদিকদের বিষেদাগার করে এই ডিনারে অংশ নেওয়া থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন। তার প্রতি সমর্থন জানিয়ে অংশ নেওয়া থেকে বিরত থাকবেন হোয়াইট হাউজের কর্মকর্তারাও। তবে সাক্ষাৎকারে তিনি বলেছেন, আগামী বছরের ডিনারে অংশ নেওয়ার ইচ্ছা আছে তার। তার ভাষ্য, ‘আমি আগামী বছর আসবো, অবশ্যই।’
প্রেসিডেন্ট হওয়ার আগে রাজনীতির প্রায় ধারেকাছেই ছিলেন না ট্রাম্প। বিলিয়নিয়ার রিয়েল স্টেট ম্যাগনেট ও রিয়েলিটি টিভি তারকা হিসেবে ভালোই দিনতিপাত করছিলেন। অর্থের পাশাপাশি, আলোচনায়ও ছিলেন সবসময়। কিন্তু এখন রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী হয়ে ক্ষমতাধর হয়েছেন বটে, কিন্তু কিছু বিষয় পছন্দ নয় তার। যেমন, তিনি অনুযোগ করে বলেছেন, প্রেসিডেন্ট হওয়ার পর তার ব্যাক্তিগত গোপনীয়তা বলে কিছু আর অবশিষ্ট নাই। তিনি বলেন, ‘এত ব্যাপক প্রোটেকশন দেওয়া হয় যে, আপনি কোথাও যেতে পারবেন না। আমি গাড়ি চালাতে পছন্দ করি। কিন্তু আমি আর গাড়ি চালাতে পারবো না।’