শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > বেতন বৃদ্ধি, প্রতিক্রিয়ায় যা বললেন মাশরাফি-মুশফিকরা

বেতন বৃদ্ধি, প্রতিক্রিয়ায় যা বললেন মাশরাফি-মুশফিকরা

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥

আপাতদৃষ্টিতে মনে হতে পারে, খেলোয়াড়দের দাবি পুরোপুরি পূরণ করেনি বিসিবি। ক্রিকেটারদের দাবি ছিল, এ প্লাস শ্রেণির ক্রিকেটারদের বেতন আড়াই লাখ থেকে বাড়িয়ে মাসে সাড়ে ৬ লাখ টাকা হোক। বিসিবি করেছে ৪ লাখ টাকা। একমাত্র ‘ডি’ শ্রেণিতেই খেলোয়াড়দের দাবি অনুযায়ী ১ লাখ টাকা বেতন করা হয়েছে।

না, ক্রিকেটারদের দিক থেকে কোনো অসন্তোষ নেই এ নিয়ে। বিসিবি যে পরিমাণ বেতন বাড়িয়েছে, সেটাই হাসিমুখে মেনে নিয়েছেন সবাই। সিনিয়র খেলোয়াড়েরা বিসিবিকে ধন্যবাদও জানিয়েছেন বেতন বাড়ানোর জন্য।

টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, ‘অবশ্যই আমরা খুশি। আগে যা ছিল, তা থেকে অনেক বেশি বেতন বাড়ানো হয়েছে। এটা আমাদের আরও ভালো খেলার অনুপ্রেরণা দেবে।’ বিসিবির প্রতি কৃতজ্ঞতা ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কথায়ও, ‘এটা আমাদের জন্য আনন্দের খবর। বিশেষ করে তরুণ ক্রিকেটারদের জন্য। আমি নিশ্চিত, ওরা এখন আরও ভালো খেলার চেষ্টা করবে। আর্থিকভাবে আরও বেশি নিরাপদ বোধ করবে।’ আরেক সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহও জানালেন তাঁর সন্তুষ্টির কথা, ‘বেতন নিয়ে খুব বেশি কথা না বলাই ভালো। তবে যেটাই হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি।’