শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > মিরপুরের বৃহত্তর এলাকায় নেই গ্যাস

মিরপুরের বৃহত্তর এলাকায় নেই গ্যাস

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার  ॥

রাজধানীর মিরপুর এলাকায় আজ শুক্রবার সকাল থেকে গ্যাস সংযোগ বন্ধ রাখা হয়েছে। এতে ভোগান্তি পোহাচ্ছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। মেট্রোরেলের কাজের জন্য গ্যাস লাইন সংস্কারের অংশ হিসেবে গ্যাস বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।

মিরপুর-১ নম্বর এলাকার বাসিন্দা মিজানুর রহমান জানান, পূর্বঘোষণা ছাড়াই তাদের এলাকায় গ্যাস নেই। বৃহস্পতিবার রাতেও গ্যাস ছিল। কিন্তু শুক্রবার সকাল থেকে গ্যাস নেই।

মিরপুর-২ এর বাসিন্দা সৌরভ মাহাদী জানান, বুধবার তাদের এলাকায় মাইকিং করা হয় বৃহস্পতিবার গ্যাস থাকবে না। কিন্তু বৃহস্পতিবার সারাদিন ঠিকই গ্যাস ছিল। তবে শুক্রবার সকাল থেকে কোনো গ্যাস নেই।

এ বিষয়ে জানতে চাইলে তিতাসের পরিচালক (অপারেশন) এইচ এম আলী আশরাফ গণমাধ্যমকে জানান, পাঁচটি এলাকায় সংস্কারকাজের জন্য গতকাল (বৃহস্পতিবার) রাতে গ্যাস বন্ধ করা হয়। রাতেই কাজ শেষ করার কথা ছিল।

মেট্রোরেলের কাজের জন্য লাইন সংস্কার করতে গিয়ে বারবার গ্যাস সংযোগ বন্ধ করতে হচ্ছে বলেও জানান তিতাসের এ কর্মকর্তা।