বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > রাজনীতি > তেঁতুল হুজুর একটি ধর্মবিরোধী চক্র: ইনু

তেঁতুল হুজুর একটি ধর্মবিরোধী চক্র: ইনু

শেয়ার করুন

কুষ্টিয়া প্রতিনিধি ॥
বর্তমান সরকার তেঁতুল হজুরদের সঙ্গে সমঝোতা করে নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে- বিএনপির এমন দাবি প্রসঙ্গে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘বাংলাদেশের তেঁতুল হুজুর চক্র হলো রাজাকার, পাকিস্তান ও জঙ্গিপন্থী। তেতুঁল হুজুর চক্র একটি ধর্মবিরোধী চক্র। এরা বাংলাদেশের কোনও আলেম, ওলামার প্রতিনিধিত্ব করে না। তেঁতুল হুজুর চক্র আসলে একটি রাজনৈতিক মোল্লা চক্র। এদের সঙ্গে মহাজোটের রাজনৈতিক লেনদেনের কোনও প্রশ্নেই ওঠে না।’

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে বর্তমান সরকার তেতুল হজুরদের সাথে সমঝোতা করে নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিএনপির এমন দাবি প্রসঙ্গে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন ।

ইনু আরো বলেন, ‘যারা বাংলাদেশে রাজনীতি, সমাজনীতি ও গঠননীতি করবে তাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, জাতির পিতা ও সংবিধানের চার নীতিকে মানতে হবে। বাংলাদেশে রাজনীতি করতে চাইলে রাজাকার, জঙ্গি, যুদ্ধাপরাধী ও জামায়াতকে ছাড়তে হবে। তবেই তারা রাজনীতির উপযোগী হবে।’

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. জহির রায়হান, কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) এস এম মেহেদী হাসান, জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, জাসদ ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন প্রমুখ।