রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > শীর্ষ খবর > মৌলভীবাজারে ‘জঙ্গি আস্তানায়’ প্রয়োজনে সেনাবাহিনী

মৌলভীবাজারে ‘জঙ্গি আস্তানায়’ প্রয়োজনে সেনাবাহিনী

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

মৌলভীবাজারে সন্দেহে থাকা দুটি জঙ্গি আস্তানায় অভিযানে প্রয়োজনে সেনাবাহিনীকে যুক্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ বুধবার সচিবালয়ে তাঁর কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, পুলিশের বিশেষ ইউনিট সোয়াট বাহিনী রওনা হয়েছে। তারা সেখানে গেলেই কাজ শুরু করবে। প্রয়োজন হলে সেনাবাহিনী নেওয়া হবে। তবে সোয়াট বাহিনীই যথেষ্ট।

মন্ত্রী বলেন, মৌলভীবাজারে সন্দেহে থাকা দুটি জঙ্গি আস্তানায় মধ্যে একটিতে তিন-চারজন আরেকটিতে তারও কিছু বেশি জঙ্গি থাকতে পারে। এর মধ্যে দু-একজন নারীও থাকতে পারেন।

সিলেট অঞ্চলেই কেন বারবার জঙ্গিদের আস্তানা পাওয়া যাচ্ছে-এমন প্রশ্নের উত্তরে আসাদুজ্জামান খান বলেন, রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ও থাকতে পারে।