শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > যান চলাচল স্বাভাবিক রাখার আহ্বান শাজাহান খানের

যান চলাচল স্বাভাবিক রাখার আহ্বান শাজাহান খানের

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করে শ্রমিকদের যানবাহন চালানোর আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।

বুধবার (০১ মার্চ) দুপুরে পরিবহন সমিতির মতিঝিল অফিসে এ বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিং এ নৌপরিবহন মন্ত্রী এ আহ্বান জানান।

তিনি বলেন, এটা ধর্মঘট ছিলো না, তাদের কর্মবিরতি ছিল। এখন থেকে এ কর্মবিরতি প্রত্যাহার করে শ্রমিকদের প্রতি যান চলাচল স্বাভাবিক করার আহ্বান জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঁঙ্গা।

এর আগে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে তার কার্যালয়ে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ’র  উপস্থিতিতে বৈঠক হয়।

বৈঠকের পর সরকারের পক্ষ থেকে ওবায়দুল কাদের ধর্মঘট প্রত্যাহারের নীতিগত সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।