স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: আগামী ৬ মার্চ ভারত মহাসাগরীয় অঞ্চলের জোট ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) লিডারস সামিটে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্দোনেশিয়া সফরে যাবেন। ইতিহাদ এয়ার লাইন্সের একটি বিমানে করে তিনি ইন্দোনেশিয়া যাবেন বলে বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে গত ২৭ ফেব্রুয়ারি সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল ইন্দোনেশিয়ায় রওনা হয়েছেন। প্রথমবারের মতো ইন্দোনেশিয়ার রাজধানী জার্কাতায় অনুষ্ঠেয় ভারত মহাসাগরীয় জোট ‘ইন্ডিয়ান ওশান রিম এসোসিয়েশন ( আইওআরএ )’ লিডারস সামিটে যোগদানের জন্য বাংলাদেশের সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনে অংশ নিবেন।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের আমন্ত্রনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনে যাচ্ছেন। ২০১৬ সালে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসলে সে দেশের প্রেসিডেন্টের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ইন্দোনেশিয়া যাওয়ার আমন্ত্রণ জানানো হয়।
এ সম্মেলনে আলোচনার মূল বিষয় থাকছে সমুদ্র নিরাপত্তা, দুর্যোগ ঝুকি মোকাবিলা ও মৎস সম্পদ ব্যবস্থাপনার মতো বিষয়গুলো। আগামী ৬ মার্চ ইন্দোনেশিয়াগামী প্রধানমন্ত্রীর এ সফর তালিকায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ বিমানের ডিজিএম ( নিরাপত্তা) মেজর আলী আশরাফ মামুনের নামও রয়েছে।
গত ওয়াটার সামিটে যোগদানের জন্য প্রধানমন্ত্রীকে বহনকারি বাংলাদেশ বিমানের ত্রুটিজনিত কারণে বিমান মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বিমানের ডিজিএম (নিরাপত্তা) মেজর অব. মামুনকে শোকজ করা হয়। তার বিরুদ্বে চার্জশীট দেয়ার সুপারিশও করা হয়। কিন্তু তারপরও এবারও প্রধানমন্ত্রীর সফর তালিকায় বিমানের ডিজিএম মেজর মামুনকেও রাখা হয়েছে।
বিমানের এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটির কারণে বিমানের যে ডিজিএমকে শোকজ করা হয়েছে সেই তাকেই আবার প্রধানমন্ত্রীর সফর তালিকায় রাখা হয়েছে। বিষয়টি রহস্যজনক বলে মনে করেন ওই কর্মকর্তা।
উল্লেখ্য, প্রধানমন্ত্রকে বহনকারী বিমানে ত্রুটির কারণে বিমানের ৬ কর্মকর্তাকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে।