রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > গাজীপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে সেনা সদস্যসহ নিহত ২

গাজীপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে সেনা সদস্যসহ নিহত ২

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: ঢাকা-কাপাসিয়া সড়কে ট্রাক-ইজিবাইক মুমখোমুখি সংঘর্ষে (অব.) সেনা সদস্যসহ ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টার গাজীপুরের রাজেন্দ্রপুর আরপি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন সামরিক কর্মকর্তা আবু হানিফ ও  অবসরপ্রাপ্ত সেনাসদস্য আনোয়ার  হোসেন।

হোতাপাড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. খায়রুল ইসলাম জানান, রাজেন্দ্রপুরগামী একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুইজন নিহত এবং কমপক্ষে ৫জন আহত হন।

এলাকাবাসী আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এদের মধ্যে কর্পোরাল ওমর ফারুককে সিএমএইচ হাসপাতালে এবং আবুল কালাম আজাদ নামের আহত ইজিবাইক যাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহত নাম জানা যায়নি।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. রাশেদুল ইসলাম জানান, এ দুর্ঘটনায় আহত ইজিবাইকের যাত্রী আবুল কালাম আজাদকে এ হাসপাতালে আনা হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাপাতালে পাঠানো হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় এক শিশুও ঘটনাস্থলে মারা গেছে। পরে তার মরদেহ পরিবারের স্বজনরা নিয়ে গেছেন। তবে শিশু নিহতের বিষয়টি পুলিশ নিশ্চিত করতে পারেনি।