শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে গাজীপুরে বেঞ্চে আগুন

পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে গাজীপুরে বেঞ্চে আগুন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুরের একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে বেঞ্চে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখানোর পর রাত দেড়টার দিকে প্রবেশপত্র দেওয়া হয়েছে।

টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার জানান, মঙ্গলবার রাতে টঙ্গীর মন্নু টেক্সটাইল মিলস উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

তিনি বলেন, এ বছর ওই বিদ্যালয় থেকে ২৮ জন শিক্ষার্থী পরীক্ষা দিতে যাচ্ছে।

“বৃহস্পতিবার পরীক্ষা হলেও মঙ্গলবার রাত সাড়ে ৮টা পর্যন্ত প্রবেশপত্র না দেওয়ায় তারা বিক্ষোভ করে। কিছু বেঞ্চে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে তাদের সান্ত¡না দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাই রাত ৯টায় বলেন, তিনি প্রবেশপত্র নেওয়ার জন্য বোর্ডে অবস্থান করছেন। তাদের যথাসময়ে প্রবেশপত্র দেওয়া হবে।

বিলম্বের কারণ সম্পর্কে তিনি বলেন, বিদ্যালয়টির শিক্ষার্থীরা অন্য একটি বিদ্যালয়ের মাধ্যমে নিবন্ধিত। এ কারণে প্রবেশপত্র পেতে দেরি হয়েছে।

তবে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, এই অজুহাত গ্রহণযোগ্য না। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।