শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ‘পরিবেশ আইন মেনে রামপাল করা হচ্ছে’

‘পরিবেশ আইন মেনে রামপাল করা হচ্ছে’

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশে পরিবেশ আইন মেনে রামপাল বিদুৎ কেন্দ্র করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ।

আজ শনিবার সকাল ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিয়নের সাগর-রুনী মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

তিনি বলেন,পরিবেশবাদি ও পরিবেশবিদ তাদের মধ্যে ২ রকমের মতামত থাকে, তবে এদেশে পরিবেশ আইন মেনে যে কোন কাজ করা যাবে এতে পরিবেশের কোন ক্ষতি হবে না। পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত গ্রহণের আগে অনেকে বলেছিল পদ্মায় ইলিশ মাছের চলাচলের গতিপথ পরিবর্তিত হয়ে যাবে। কিন্তু পদ্মা সেতু হচ্ছে হচ্ছে কোন ক্ষতি তো হচ্ছে না। তেমনি রামপাল হওয়ার পর যখন পরিবেশের কোন ক্ষতি হবে না তখন পরিবেশবাদিরা বুঝতে পারবেন।

খনিজ তেলের দাম বেড়েছে এ প্রশ্নের উত্তরে তিনি বলেন আর্ন্তজাতিক বাজারে খনিজ তেলের দাম বাড়ার কারণে আমাদের দেশে ও খনিজ তেলের দাম বাড়াতে হয়েছে।

তিনি বলেন আগামী ৮ বছরের মধ্যে ভারত, ভূটান ও নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আনা হবে এর জন্য দ্রত কাজ চলছে। নেপাল ও ভুটান এই ব্যাপারে রাজি হয়েছে। এখন ভারত এর সাথে কথা চলছে। আশা করছি তারাও রাজি হবে।