শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > তিস্তা চুক্তিতে আবারও আশার সঞ্চার

তিস্তা চুক্তিতে আবারও আশার সঞ্চার

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
আগামী ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যেতে পারেন। সেই সফরেই হতে পারে তিস্তা চুক্তি। এমন আশা করছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর। তিনি জানান, চুক্তি সইয়ের ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারকে রাজি করাতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা।

মোদি সরকারের আড়াই বছর পূর্তি উপলক্ষ্যে দিল্লিতে গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে, ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই কথা ব্যক্ত করেছেন। সেই সাথে তিনি আশা করেন এবার কাটবে তিস্তা চুক্তির এই অচলায়তন।

ছিটমহলসহ ভারতের সাথে অমীমাংসিত বিভিন্ন ইস্যুর সমাধান মিললেও; তেমন গতি নেই তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি সইয়ে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কারণে গেলো ৫ বছর ধরে তা যেন আটকে আছে এক জায়গাতেই।

এ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সফরে তিস্তা চুক্তি হবার সমুহ সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারকে রাজি করাতে সর্বোচ্চ চেষ্টা চলছে। আশা করি এ বিষয়ে সফলতা আসবে। এছাড়া, যে সব ইস্যুর এখনও মীমাংসা হয়নি। সেগুলোও এই সফরে গতি পাবে বলে মনে করেন তিনি।

তিনি বলেন, “শুধু তিস্তা নয়, এই সফরেই দু’দেশের সাথে অন্যান্য অভিন্ন নদীর সমস্যার সমাধানও মিলতে পারে। বর্তমান সরকারের উদ্যোগে দু’দেশের মানুষের মাঝে সর্ম্পকও এখন অনেক গভীর। আমার শেষ সফরেও শেখ হাসিনার সাথে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে।”

সংবাদ সম্মেলনে এম জে আকবর আশা করেন, দু’দেশের মাঝে থাকা বন্ধুত্বপূর্ণ সম্পর্কই সব বাধা দূর করবে। -তথ্যসূত্র : চ্যানেল টোয়েন্টিফোর