রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > মোবাইল ব্যাংকিং কার্যক্রম তদারকিতে মাঠে বাংলাদেশ ব্যাংক

মোবাইল ব্যাংকিং কার্যক্রম তদারকিতে মাঠে বাংলাদেশ ব্যাংক

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
জঙ্গি অর্থায়ন ও অবৈধ লেনদেন রোধে মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী ১ হাজার এজেন্টের কার্যক্রম তদারকিতে মাঠে নেমেছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া দেশের ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে এজেন্টদের নজরদারি করতে শাখা অফিসগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কঠোর নজরদারি করা হলে এ সেবায় অনিয়ম কমে আসবে বলে মনে করছেন ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা।

সুবিধাবঞ্চিতদের ব্যাংকিং সেবার আওতায় আনতে ২০১০ সালে মোবাইল ব্যাংকিং চালুর অনুমতি দেয় বাংলাদেশ ব্যাংক। বর্তমানে ১৮টি ব্যাংকের মোবাইল ব্যাংকিংসেবা আছে। ব্যাংকগুলো সরাসরি মোবাইল ব্যাংকিং করতে না পারায় তারা এজেন্ট নিয়োগ করে। প্রতিদিন লেনদেন হচ্ছে ৪৩ লাখ। বাংলাদেশ ব্যাংকের হিসেবে, বর্তমানে ব্যাংকগুলোর মনোনীত এজেন্টের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৭১ হাজার।

মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জঙ্গি ও সন্ত্রাসবাদে অর্থায়নসহ বিভিন্ন অবৈধ লেনদেনে সংশ্লিষ্টতার অভিযোগ উঠে নানা সময়। তাই এরই মধ্যে এজেন্টদের তদারকি করতে পরিদর্শন কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।

পার্বত্য চট্টগ্রামসহ যেসব অঞ্চলে সন্দেহজনক লেনদেনের ঝুঁকি রয়েছে, সেসব এলাকার এজেন্টদের কার্যক্রম পরিদর্শনে বাংলাদেশ ব্যাংকের শাখা অফিসগুলো তৎপর বলে জানালেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র।

বাংলাদেশ ব্যাংকের নজরদারির ফলে খুব শিগগিরি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অনিয়ম কমে আসবে বলে মনে করছে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার ব্যাংকগুলো।

মোবাইল ব্যাংকিংয়ে প্রায় ৩ কোটির বেশি একাউন্ট থাকলেও এখন সচল আছে অর্ধেকের মতো।