বিনোদন ডেস্ক ॥ ‘আমার স্বামী ও দুই ছেলে ভালো নাচতে পারে। তারা যেভাবে পারে সেভাবেই নাচে এবং এটা নিয়ে তারা খুব মজাও করে। বাচ্চারা বলিউডের সবচেয়ে আধুনিক নাচগুলো নাচতে পারে। আমার স্বামীও অনেক ভালো নাচে, কিন্তু সে কখনোই নাচ শেখেনি।’ একটি সাাৎকার অনুষ্ঠানে মাধুরী দীতি এভাবেই বলেন।
মাধুরী তার মনমাতানো নাচ দিয়ে বহু আগে থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তার জনপ্রিয় নাচগুলোর মধ্যে রয়েছে ‘ধাক ধাক কারনে লাগা, এক দু-তিন, হামকো আজ কাল হ্যায়, চানাকি খেত মে, দিদি তেরা দেবর দিওয়ানা, চোলি কে পিছে, মেরা পিয়া ঘর আযা, মার ডালা’ এবং আরো অনেক।
যারা জিমে যেতে যেতে কান্ত অথবা ট্রেডমিলে দৌড়াতে বিরক্ত বোধ করছেন তাদের জন্য নাচের দেবী বডি ফিট রাখতে তার গোপন রহস্য শেয়ার করবেন কীভাবে নাচের মাধ্যমে বডি ফিট রাখা যায়।
মাধুরী তার নাচের এই নতুন মডিউল নাচ শেখার অনলাইন একাডেমির মাধ্যমে প্রবর্তন করেছেন। মাধুরী দিীত তার অনলাইন একাডেমিতে নাচের উদ্ভাবনী ধারণা ‘ড্যান্সারসাইজ’ প্রচার করছেন।
তিনি বলেন, ‘নাচ হচ্ছে শরীর ফিট রাখার জন্য একটি শাসন ব্যবস্থা। আর আমি এই নাচ চর্চা সবার সঙ্গে শেয়ার করতে চাই। যারা মজার সঙ্গে শরীর চর্চা করতে চায়। তাদের জন্য সুখবর হলো- নাচ চর্চা। এর থেকে মানুষ নাচ এবং শরীর চর্চা দুটো একসাথে উপভোগ করতে পারবে।’
মাধুরী আরো বলেন, ‘আমরা আরো কিছু গানের নাচ করব যেগুলোর জন্য চুক্তি স্বার হয়েছে। গানগুলোর মধ্যে রয়েছে- ‘তাম্মা তাম্মা লোগে’ (থানেদার), ‘চানে কে খেত মে’। এই গানের নাচে শরীর চর্চার স্পর্শ রয়েছে।