শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
আওয়ামী লীগের ঐতিহাসিক ২০ তম কাউন্সিলের দ্বিতীয় দিনে প্রথম অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সকাল ৯টা ৩৫ মিনিটে দ্বিতীয় দিনের কাউন্সিলে যোগ দেন তিনি।

এরআগে, শনিবার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আওয়ামী লীগের ২০তম কাউন্সিল। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী মঞ্চে এসে ২০তম কাউন্সিলের শুভ উদ্ভোধন ঘোষণা করেন।

সে দিন সম্মেলনে যোগ দেয়নি বিএনপি। তবে যোগ দিয়েছেন ‘বিএনএ’ জোটের নেতা সাবেক বিএনপি নেতা নাজমুল হুদা ও সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী।

২০তম সম্মেলনের প্রথম দিনে বিদেশি অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন:-

চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি) অর্থাৎ ইন্টারন্যশনাল সিপিসি সেন্ট্রাল কমিটির ভাইস মিনিস্টার মি. চং শও শও।

ইউনাইটেড নেশান পার্টি অফ শ্রীলংকার নেতা এইচ এম হাসিম এমপি।

ভারতীয় জনতা পার্টির(বিজেপি) ন্যাশনাল এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ড. বীনয় প্রভাকর।

ভারতের জাতীয় কংগ্রেস নেতা, জম্মু-কাশ্মির রাজ্যের সাবেক মন্ত্রী গোলাম নবী আজাদ।

রাশিয়ার ক্ষমতাসীন দল ইউনাটেড রাশিয়া পার্টির ডেপুটি সেকরেটরি জেনারেল সেনগে জেনেজলিয়া ক্যাম্পে।

নেপালি কংগ্রেস সেন্ট্রাল পার্টির সিনিয়র লিডার ড. রাম স্বরণ মহাত।

অস্ট্রেলিয়ার ডেলিগেটেড এমপি

কানাডা কনজার্ভেটিভ পার্টির মিনিস্টার ডিপো ওবেরাই এমপি।

অস্ট্রিয়ার ন্যাশনাল পার্লামেন্ট মেম্বর মি. কুকস।

ডেমোক্রেটিভ পার্টি অফ ভূটানের ইনফর্মেশন এন্ড কমিউনিকেশন মিনিস্টার দিম নাথ ডুঙ্গিয়ান।

ইটালির ন্যাশনাল পার্টির পার্লামেন্ট মেম্বর কালিক চৌকি এমপি।

তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, পার্লামেন্টের ডেপুটি লিডার এবং পশ্চিম বঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি।

কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য শ্রী বিমান বসু।

জেনারেল সেকরেটারি অফ এলসিপি, মহারাষ্ট্রের অ্যাডভোকেট মুজিদ।

আসাম চীপ মিনিস্টার শ্রী প্রফুল্ল কমার।

এবং সবশেষে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।