স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপএল) কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে যতটা ভালো করার আশা করেছিলেন, ব্যাটে-বলে ততটা আলো ছড়াতে পারেননি সাকিব আল হাসান। অনেকটা হতাশাজনক পারফরম্যান্স নিয়ে শুক্রবার ঢাকা ফিরে এসেছেন তিনি। এবার সাকিবের দল কেকেআর আইপিএলের ফাইনালেও খেলতে পারেনি।
শুক্রবার দেশে ফিরে বিমানবন্দরে নিজের পারফরম্যান্স নিয়ে সাকিব বলেন, টুর্নামেন্টে দলের পারফরম্যান্স ভালো ছিল। আমার ব্যক্তিগত দিক থেকে আরো অনেক ভালো করার সুযোগ ছিল। ওই রকম ভালো কোনো পারফরম্যান্স করতে পারেনি। যে যত ভালোই করুক না কেন সেখানে সন্তুষ্টি আসে না। আসলে ওইরকম ভালো কোন পারফরম্যান্স করিনি, সন্তুষ্ট থাকার মতো।’
আইপিএলে এলিমিনেটর রাউন্ডে মুস্তফিজের সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে বিদায় নিয়েছে সাকিবের কলকাতা নাইট রাইডার্স। আর তাতেই শেষ হয়ে গেছে সাকিবের আইপিএল মিশন। দলের পারফরম্যান্স সম্পর্কে সাকিব বলেন, ‘দলের জন্য ভালো। আমার ব্যক্তিগত দিক থেকে আরও অনেক ভালো করার সুযোগ ছিলো। সব সময় মানুষ যেমন চায় তেমনটা হবে না। সবকিছু মিলিয়ে আমাদের প্রথম লক্ষ্য ছিল কোয়ালিফাই করা সেরা চারে। সেটা আমরা করতে পেরেছি। দূর্ভাগ্যবশত আমরা ফাইনাল খেলতে পারিনি।’
আইপিএলে ১০ ম্যাচ খেলে ব্যাট হাতে করেছেন ১১৪ রান এবং বল হাতে নিয়েছেন মাত্র ৫ উইকেট। সাকিবের তুলনায় তার পারফরম্যান্স ছিল খুবই হতাশাজনক। তাই এলিমিনেটর রাউন্ডের শেষে তাকে দলে নেয়নি কেকেআর। ফলে শেষ ম্যাচে সাকিবের অভাব বেশ ভালোভাবেই টের পেয়েছে কলকাতা। তাকে দলে না নেয়ায় কলকাতার অধিনায়ক গম্ভীরের অনেকে সমালোচনাও করেছে।
তবে সবকিছু ছাপিয়ে দলের সিদ্ধান্তকেই বড় করে দেখছেন সাকিব। এ প্রসঙ্গে তিনি বলেন,‘আসলে টিম যেটা ভালো মনে করে একটা সিদ্ধান্ত নিয়ে থাকে। দলের স্বার্থে যে কম্বিনেশনই মনে করে ভালো সেটাই করে থাকে টিম ম্যানেজমেন্ট। এখানে কিছু মনে করার কোন অবকাশ নেই। আমি সুযোগ পেলে আমার সব সময়ই চেষ্টা থাকে ভালো করার। হয়তো সেদিন সুযোগ পেলেও তাই করতাম।’
এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব। আর প্রথমবারের মতো সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের দুই ক্রিকেটার এক সঙ্গে আইপিএলে খেলা প্রসঙ্গে সাকিব বলেন,‘আমি তো এর আগেও আইপিএলে খেলেছি। আর মুস্তাফিজের ছিল নতুন অভিজ্ঞতা। দু’জন বাংলাদেশি ওইরকম একটা বড় আসরে প্রতিনিধিত্ব করতে পারাটা বাংলাদেশের জন্য গর্বের ব্যাপার।’