রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > রান্না ও গাড়িতে ব্যবহৃত গ্যাসের দাম বাড়ছে

রান্না ও গাড়িতে ব্যবহৃত গ্যাসের দাম বাড়ছে

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা : রান্নায় ও গাড়ির জন্য ব্যবহৃত গ্যাসের দাম বাড়বে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব নাজিম উদ্দিন চৌধুরী।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাণিজ্য সহায়ক পরামর্শ কমিটির সভায় তিনি এ কথা জানান।

সভায় ব্যবসায়ীরা আবারও গ্যাসের দাম বাড়ানো হচ্ছে বলে উপস্থিত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের দৃষ্টি আকর্ষণ করেন।

এর জবাবে জ্বালানি সচিব বলেন, ‘রান্নার কাজে ও গাড়িতে ব্যবহৃত গ্যাস বিক্রি করে সরকার পায় মাত্র এক হাজার তিনশ কোটি টাকা। কিন্তু ওই গ্যাস কলকারখানা বা শিল্পে বিক্রি করা হলে সরকার ৮০ হাজার কোটি টাকা পাবে।’

‘এ প্রেক্ষিতে সরকার কী করবে? উপস্থিতদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন নাজিম উদ্দিন চৌধুরী। তিনি জানান, সরকার রান্নার কাজে লাইন গ্যাসের পরিবর্তে তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাস সিলিন্ডারের ওপর গুরুত্ব দিচ্ছে।

প্রধানমন্ত্রীর বরাত জ্বালানি সচিব আরও জানান, সার ও বিদ্যুৎ খাতে গ্যাসের দাম না বাড়ানোর ইচ্ছে রয়েছে সরকারের।