বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > লাগাতার অবস্থান ধর্মঘটে নেমেছে বেকার নার্সরা

লাগাতার অবস্থান ধর্মঘটে নেমেছে বেকার নার্সরা

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: ব্যাচ, মেধা ও জৈষ্ঠ্যতার ভিত্তিতে নিয়োগের দাবিতে বেকার নার্সরা লাগাতার কর্মসূচি পালন করেছে জাতীয় প্রেসক্লাবের সামনে।

সোমবার সকাল ১০টা থেকে তারা এ কর্সসূচি পালন বরছে। প্রেসক্লাবের সামনে ফুটপাতে সারিবদ্ধভাবে আবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন তারা।

এ সময় তাদের মাথায় বাধা রয়েছে সাদা ফিতা। তাতে লাল কালিতে লেখা রয়েছে পিএসসির নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করতে হবে। বিভিন্ন দাবি নিয়ে হাতে প্ল্যাকার্ড লেখা আছে, ‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে হবে’, ‘১০ বছরের অধিকার ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও’।

বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির সভাপতি রাজীব কুমার বিশ্বাস বলেন, ‘সকাল ১০ থেকে আমরা কর্মসূচি পালন শুরু করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।’

বাংলাদেশে ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়শনের সভাপতি রিনা আক্তার বলেন, ‘আমাদের দাবির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গত ২৮ মার্চ পিএসসি তিন হাজার ৬১৬ সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করতে হবে। আগের মতো জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগ দিতে হবে। নার্স নিয়োগে বয়স ৩৬ বছরে উন্নীত করতে হবে।’

এদিকে নার্সদের এই কর্মসূচি কেন্দ্র করে পুলিশও সতর্ক অবস্থান নিতে দেখা গেছে।

উল্লেখ্য, গত ৩০ মার্চ একই দাবিতে তারা শাহবাগ মোড়ে সাড়ে ৩ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ সাউন্ডগ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ করে সরিয়ে দেয় বিক্ষোভকারী নার্সদের। এতে অন্তত অর্ধশতাধিক নার্স আহত হয় বলে দাবি করেন তারা। এরপর তারা রাজধানীর আগারগাঁওয়ে ডিএনএস এর অফিস ঘেরাও এবং ৩ এপ্রিল কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভসমাবেশ শেষ প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করে। বাংলামেইল২৪ডটকম