সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > হাতিয়ায় দুই নির্বাচন কর্মকর্তা গুলিবিদ্ধ

হাতিয়ায় দুই নির্বাচন কর্মকর্তা গুলিবিদ্ধ

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, নোয়াখালী ॥
জেলার হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় ভোটগ্রহণ সাময়িক স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন-সহকারী পিজাইডিং অফিসার শাহাদাত হোসেন ও পোলিং অফিসার আব্দুল আউয়াল।

স্থানীয়রা জানায়, সকালে আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন আহমদ, বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন মুহিনের সমর্থকরা কেন্দ্র দখল নেয়ার চেষ্টা চালায়। এ সময় উভয় গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ওই দুই নির্বাচন কর্মকর্তা গুলিবিদ্ধ হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিসুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।